রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

'গোলাপ গ্রাম'-এ তটিনী

বিনোদন রিপোর্ট
  ২২ মার্চ ২০২৪, ০০:০০

বেশ দ্রম্নততম সময়ের মধ্যেই সবার নজর কেড়ে নিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। দেশের নতুন ক্র্যাশ এখন সাইয়ারা তটিনী। বলা চলে সময়ের অন্যতম প্রিয়মুখ তিনি এখন। যার অসাধারণ অভিনয় হৃদয় ছুঁয়ে গেছে। অভিনয় নিয়ে বললে এই মুহূর্তে সবার আগেই আসবে তানজিম সাইয়ারা তটিনীর কথা। একের পর এক নাটকে যার নজরকাড়া উপস্থিতি চোখ ধাঁধিয়ে দিচ্ছে সবার। এমন কোনো চরিত্র বাদ যাবে না যেখানে তার সাবলীল উপস্থিতির অভাব রয়েছে।

যিনি কয়েকদিন আগেই আলোচনায় আসেন কারওয়ানবাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করে। যেখানে ভোর চারটায় আড়তে পৌঁছে মাছ কাটতে হতো তটিনীকে এবং সেখানে শুটিংয়ের সময় তটিনীর পোশাক, মেকআপেও বোঝার উপায় ছিল না যে সেটি নাটকের শুটিং। এবার এই তরুণ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে। দেখা যাবে ফুল শ্রমিকের চরিত্রে তিনিও কীভাবে ফুল শ্রমিকদের মতো একাকার হয়ে মিশে গেছেন।

তাকে নিয়ে সিএমভি'র ব্যানারে 'গোলাপ গ্রাম' নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।

নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে ধরা দেয় কাঁটা হয়ে। মানুষের মাঝে গোলাপের মতো সুন্দর-নির্মল প্রেমের মাঝেই কী রকম কাঁটা বিছানো প্রতিবন্ধকতা এসে ধরা দেয়, তারই রূপকি অর্থে এসে দেখা দিয়েছে যেন এই 'গোলাপ'। গোলাপ যদি অনিন্দ্য সুন্দর কিন্তু তার নিচেই আছে এমন কাঁটা যে কাঁটা এড়িয়েই এ ফুলের সুবাস নিতে হয়। অর্থাৎ যা পরম সুন্দর, তাতে কিছু কাঁটা থাকবেই। এই হচ্ছে 'গোলাপ গ্রাম' নাটকের সারমর্ম।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি'র ঈদ আয়োজনের বিশেষ নাটক হিসেবে 'গোলাপ গ্রাম' উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে