রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অভিনেত্রী কনকলতা আর নেই

বিনোদন ডেস্ক
  ০৮ মে ২০২৪, ০০:০০
অভিনেত্রী কনকলতা আর নেই
অভিনেত্রী কনকলতা আর নেই

৬৩ বছর বয়সে নিভে গেল মালয়ালম অভিনেত্রী কনকলতার জীবনপ্রদীপ। গত সোমবার তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, ২০২১ সাল থেকে ডিমেনশিয়া ও পারকিনসন্স রোগে ভুগছিলেন কনকলতা। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। বিষয়টি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বোন বিজয়াম্মার এক সাক্ষাৎকারে।

কনকলতার বোন বিজয়াম্মা জানান, ২০২১ সালের আগস্টে কনকলতার এই দুই রোগের লক্ষণ দেখা যায়। তখন থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। কনকলতা মালয়ালম ও তামিল ভাষার ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। কোলস্নাম জেলার ওচিরাতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী সিনেমা ছাড়াও বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে 'কিরীদাম', 'কৌরাভার', 'হরিকৃষ্ণানস', 'বন্ধুক্কল সাথরুক্কল', 'চেঙ্কোল', 'স্পাডিকাম' ও 'আদ্যাথে কানমানি'র নাম উলেস্নখযোগ্য। কণকলতা অভিনীত শেষ সিনেমা 'পুক্কালাম' মুক্তি পায় ২০২৩ সালে। এটি নির্মাণ করেছেন গণেশ রাজ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে