নতুন বছর মানেই নতুন শুরু। কেউ কেউ আগে থেকেই পরিকল্পনা করে রাখেন কীভাবে নতুন বছরটিকে রাঙাবেন কিংবা সাজাবেন। তবে, এদিক থেকে অনেকটাই ব্যতিক্রম লাক্স তারকা মৌসুমী হামিদ। এখন আর সেসব নিয়ে ভাবে না। জীবন যেভাবে চলছে চলুক না এমন তত্ত্বেই যেন বিশ্বাসী তিনি। গেল বছরের শেষান্তে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা 'নয়া মানুষ'। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসিতও হন তিনি। তার মতে, হিন্দু পরিবারের স্বামী হারা সন্তান নিয়ে এক স্ত্রীর গল্প। এখানে আমার চরিত্রটি সিনেমার গল্পের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। অনেক পরিশ্রম করে কাজটি করেছিলাম। যতটুকু রেসপন্স পেয়েছি ভালো। তবে আরও বেশি পেলে হয়তো আরও ভালো লাগত। বছর শুরু হয়ে গেল, কি পরিকল্পনা করছেন অভিনেত্রী, এমন প্রশ্নে গণমাধ্যশকে মৌসুমী হামিদ বলেন, একটা সময় ছিল যখন এসব নিয়ে ভাবতাম, অনেক পরিকল্পনা করতাম। কিন্তু এখন আর সেসব নিয়ে ভাবি না। কিছুই আসে যায় না এতে। আমরা তো অনেক কিছুই পরিকল্পনা করি কিন্তু আদৌ সে রকম কিছু কিন্তু হয় না। তাই এসব নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, যা হয় দেখা যাবে।
নতুন বছরে কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। জানালেন, একটি ধারাবাহিক নাটকের শুটিং দিয়ে বছর শুরু করেছেন মৌসুমী। চলছে টানা শুটিং। এ ছাড়া গেল মাসে শেষ করেছেন নতুন একটি ওয়েব সিরিজের শুটিং, যেটির নাম 'বোহেমিয়ান ঘোড়া'। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজে তার সঙ্গে রয়েছেন মোশাররফ করিম। মৌসুমী হামিদ বলেন, 'গত মাসেই এটির শুটিং শেষ করেছি। মোশাররফ করিম ভাইয়ার সঙ্গে আগেও অনেক কাজ হয়েছে কিন্তু এর পরিচালক অমিতাভ রেজার সঙ্গে আগে কোনো কাজ হয়নি। এবারই প্রথম। এখন তো এটা নিয়ে খুব বেশি বলা যাবে না, বারণ আছে। শুধু এতটুকু বলব, খুবই অসাধারণ এক অভিজ্ঞতা এই কাজটির।' এ ছাড়া অন্যান্য কাজ প্রসঙ্গে তিনি জানান, কাজের কথা তো হচ্ছেই। বেশ কিছু কাজ নিয়েই কথা হচ্ছে। ওটিটির এবং সিনেমা নিয়েও কথা চলছে। শিগগিরই হয়তো জানাতে পারব। এদিকে বিয়ের পর বেশ সুখেই রয়েছেন এই তারকা। কাজের পাশাপাশি সংসার জীবন নিয়েও তিনি বেশ খুশি। তার কথায় এবং উচ্ছ্বাসে সেই ছাপও পাওয়া যাচ্ছিল। অভিনেত্রী বললেন, বিয়ের পর সত্যি অনেক ভালো আছি। খুবই ভালো আছি। অসাধারণ একটা সময় পার করছি।