বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ন্যান্‌সির কণ্ঠে 'আবার একবার'

বিনোদন রিপোর্ট
  ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
ন্যান্‌সির কণ্ঠে 'আবার একবার'
ন্যান্‌সির কণ্ঠে 'আবার একবার'

বছরের শুরুতেই নাজমুন মুনিরা ন্যান্‌সির বড় কন্যা রোদেলার গান 'রাজকুমার' এ মজেছেন শ্রোতারা। এবার মেয়ের পর মা ন্যান্‌সিও নতুন গান নিয়ে হাজির হলেন। গানের শিরোনাম 'আবার একবার'। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। স্যাড-রোমান্টিক এ গানটিতে ভালোবাসার আকুতির কথাই জানিয়েছেন ন্যান্‌সি। প্রকাশের একদিন আগে গানটি খালি গলায় চার লাইন গেয়ে সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সঙ্গে আহ্বান জানিয়েছেন গানটি শোনার-দেখার। তাতেই গানটির প্রশংসা করে মন্তব্য করেছেন অনেকে। এই প্রথম এ কণ্ঠশিল্পীর কোনো গানের ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে বলেও জানান ন্যান্‌সি। গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে হয়েছে। ন্যান্‌সি বলেন, সত্যিই প্রিয় মানুষটার অভাবে শহরটা একদম জনশূন্য লাগে, তাই তাকে দরকার বারবার, আবার একবার। এ গানটির কথা, সুর ও সংগীত সবই করেছেন সেতু চৌধুরী। আর এই প্রথম অ্যানিমেটেড ভিডিও হয়েছে। আর সেটি করেছেন আমার এক বন্ধু। আমার খুব ছোটবেলার বন্ধু মেহেদী। সে মাঝখানে যোগাযোগ করে। সে জানালো, সে প্রফেশনাল ভিডিও মেকার না। তবে অ্যানিমেশন ভিডিও সে করতে চায় আমার কোনো গানের। পরে একটু সময় নিয়ে সে ভিডিওটি তৈরি করে, যা আমার ভীষণ ভালো লেগেছে। এ ভিডিওটা তৈরিতে মেহেদী অনেক

কষ্ট করেছে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে