মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

প্রথমবার পেস্ন-ব্যাকে মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রথমবার পেস্ন-ব্যাকে মোশাররফ করিম
প্রথমবার পেস্ন-ব্যাকে মোশাররফ করিম

অভিনেতা মোশাররফ করিম গান করেন, এটা তার সহশিল্পীরা কমবেশি সবাই জানেন। বিভিন্ন আড্ডায় গান গেয়ে মাতিয়ে রাখেন তিনি। এবার তিনি গাইলেন সিনেমায়। ফজলুল কবীর তুহিনের 'বিলডাকিনি' সিনেমায় প্রথমবারের মতো পেস্ন-ব্যাক করলেন তিনি। 'ভালো লাগে না' শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। সিনেমায় ঠোঁটও মিলিয়েছেন তিনি। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।

সিনেমায় মোশাররফ করিমের পেস্ন-ব্যাকের পেছনের কথা জানিয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, 'ভালো লাগে না' গানটি মোশাররফ ভাইয়ের অনেক আগের লেখা।

মাঝে মাঝে আড্ডাতে আমরা সবাই গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো ভালো লাগে না গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে।

তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ডিং করি।' কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস 'বিলডাকিনি' অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে