logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১২ কার্তিক ১৪২৭

  বিনোদন ডেস্ক   ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০  

দেবকে ফেলে জিতের ঘরেই রুক্মিনি

দেবকে ফেলে জিতের ঘরেই রুক্মিনি
রুক্মিনি
দেব-রুক্মিনি। টালিগঞ্জের চলচ্চিত্রের বেশ আলোচিত জুটি। একসঙ্গে অনেক ছবিতে কাজ করার সুবাদে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে তাদের। এমনকি বিয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ কোনো এক অজানা কারণে ফাটল ধরে তাদের সে সম্পর্কে। কেউ কারও মুখ দেখা পর্যন্ত বন্ধ করা দিয়েছেন। শুধু কী তাই। এতদিন ধরে দেবের বাইরে কোনো ছবিতে কাজ না করা রুক্মিনি হঠাৎই জিতের ঘরে প্রবেশ করলেন। শুরুতে বিষয়টি অস্পষ্ট থাকলেও এবার চূড়ান্তই জিতের প্রোডাকশনে কাজ করার ঘোষণা দিলেন এ নায়িকা। এরই মধ্যে ছবিটির শুটিং করতে সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছেন রুক্মিনি। ছবির নামও সুইজারল্যান্ড।

\হএর মধ্য দিয়ে এক নতুন জুটি পেতে চলেছে টলিপাড়া। এর আগে দেব ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে কাজ করেননি রুক্মিনি। এমনকি দেব এন্টারটেইমেন্টের বাইরে যে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন সেখানেও তার 'একমাত্র হিরো' ছিলেন দেব। ছবিতে অভিনয় করছেন না জিৎ। তিনি কেবলই প্রযোজকের ভূমিকায়। এর আগেও জিতের প্রযোজনা সংস্থার তরফে 'বাচ্চা শ্বশুর' আর 'শেষ থেকে শুরু' এই দুটো ছবির অফার করা হয়েছিল নায়িকাকে। কিন্তু ডেটের সমস্যার কারণে তা করতে পারেননি তিনি। মধ্যবিত্ত চেনা সামাজিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এ ছবি। সেখানে দম্পতির ভূমিকায় এ দুই অভিনেতা। অম্বরিশ ভট্টাচার্যকেও দেখা যাবে নতুন ছবিতে। ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে 'সুইজারল্যান্ড'-এর শুটিং।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে