শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল শুনানি মঙ্গলবার জামিন পেল দেড় হাজার কারাবন্দি

ম যাযাদি ডেস্ক
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০

চলমান লকডাউনের মধ্যে সারাদেশের নিম্নআদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে মঙ্গলবার এক হাজার ৫৭৬ জন কারাবন্দি আসামিকে জামিন দেওয়া হয়েছে। বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইবু্যনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এ সময়ে ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন হাজতি এবং ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট ছয় কার্যদিবসে ১২ হাজার ২৫৮ জন হাজতি কারামুক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে