শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিবন্ধিত বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের দাবি

ম যাযাদি রিপোর্ট
  ১১ জুন ২০২১, ০০:০০

৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল আগামী রোববারের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে আবেদনকারীরা। অন্যথায় সারাদেশের প্রায় এক কোটি আবেদনকারী সোমবার থেকে একযোগে কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মগবাজারস্থ ভবনের সামনে নিয়োগ প্রত্যাশীরা মানববন্ধন করেন। পরে এ দাবিতে তারা এনটিআরসিএতে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে '৫৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তি ফল দ্রম্নত প্রকাশের দাবি করে বলা হয়, নিয়োগ প্রত্যাশীরা হতাশা ও দুঃশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত। দ্রম্নত আমাদের মেধা ও পরিশ্রমের মূল্য চাই।

এদিকে, নিয়োগের জন্য আবেদনকারীদের একাংশ সকাল থেকে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের প্রশ্ন দীর্ঘদিন পর নিয়োগের গণবিজ্ঞপ্তি দেওয়া হলো, ফল প্রকাশের বিলম্ব কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে