শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুজব ছড়িয়ে সরকার পতন আন্দোলনের অপচেষ্টা!

পরিকল্পিতভাবে গুজব ছড়ানো সেই গোষ্ঠী গোয়েন্দা নজরদারিতে
গাফফার খান চৌধুরী
  ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
আপডেট  : ২৭ নভেম্বর ২০২১, ০৯:৩২

পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী গুজব ছড়াচ্ছে। যাতে মানুষ রাস্তায় নেমে আসে। দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃতু্যর গুজব ছড়ানো হয়েছিল। তারই অংশ হিসেবে ছড়ানো হয়েছিল গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে শ্রমিক নিহতের গুজবও। যাতে আন্দোলনে বাড়তি হাওয়া লাগে। এসব আন্দোলনের সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনের গাড়িচাপায় এক ছাত্র ও এক সংবাদ কর্মীর মৃতু্যর ঘটনা এবং ছাত্রদের হাফ ভাড়ার আন্দোলনকে যুক্ত করার চেষ্টা করছে গোষ্ঠীটি। এসব আন্দোলনকে সরকার হটাও আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা সূত্র বলছে, এক সপ্তাহজুড়েই হাফ ভাড়া নিয়ে ছাত্রদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়ার মৃতু্য গুজব ছড়ানো হয়েছিল। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে খালেদা জিয়ার মৃতু্যর গুজবটি ছড়িয়েছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরটি গুজব বলে দাবি করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গুজব আর ডালপালা মেলতে পারেনি। একই দিন সকালে রাজধানীর মিরপুরে বেতনভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় এক কর্মীর মৃতু্যর গুজব ছড়িয়ে পড়ে। তারই জেরে পর দিনও মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ হয়। পরে শ্রমিক নিহতের খবরটি গুজব বলে প্রমাণিত হয়। এমন পরিস্থিতির মধ্যেই ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ও সাবেক এক সংবাদকর্মী আহসান হাবিব খানের মৃতু্যর ঘটনায় আন্দোলন আরও বেগবান হয়। ছাত্র মৃতু্যর পর দেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা স্থবির হয়ে পড়েছিল গত বুধ ও বৃহস্পতিবার। বিক্ষোভকারীরা ১০ দফা দাবিসহ ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। আজ শনিবার আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। এসব বিষয়ে কথা হচ্ছিল ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে। তিনি যায়যায়দিনকে বলেন, গুজব নতুন কিছু নয়। ৫ মে হেফাজতের সমাবেশ থেকে গুজব শুরু হয়েছে। আজও তা শেষ হয়নি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। তারা গুজব ছড়িয়ে দেশে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। তারই ধারাবাহিকতায় নানা ইসু্যকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে তারা গুজব ছড়াচ্ছে। যাতে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসে। তীব্র আন্দোলন গড়ে তুলে। সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই গুজব ছড়ানো হচ্ছে। গুজবের সূত্র ধরে একের পর এক আন্দোলনের যে ঘটনা ঘটছে, তা একসূত্রে গাঁথা। তিনি আরও বলেন, 'অতীতের অভিজ্ঞতা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। সামনে মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান আছে। অনুষ্ঠান ভেস্তে দিতেই এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। ঢাকা মহানগর পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এসব বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি। যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।' গুজবের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া যায়যায়দিনকে বলেন, মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে এক কর্মীর মৃতু্যর গুজব ছড়ানোর বিষয় নিয়ে তারা কাজ করছেন। বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে খালেদা জিয়ার মৃতু্যর গুজবের বিষয়টি। এখন পর্যন্ত বহুজনের সামাজিক যোগাযোগমাধ্যম শনাক্ত করা হয়েছে। যারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার মৃতু্যর গুজবটি শেয়ার করেছেন এবং কমেন্ট করেছেন। তবে শুক্রবার বিকাল ৫টা নাগাদ খালেদা জিয়ার মৃতু্যর গুজব ছড়ানোর দায়ে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে তিনি দাবি করেন। র্ যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যায়যায়দিনকে বলেন, সম্প্রতি গুজব ছড়ানোর ঘটনা ঘটছে। বিষয়ে আমাদের নজরে এসেছে।র্ যাবের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে আমরা গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ করছি। গুজব কারা শেয়ার করছে তাও মনিটরিং করা হচ্ছে। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান যায়যায়দিনকে বলেন, গুজবের বিষয়ে সতর্ক থাকতে পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ পুলিশের সব ইউনিটকে বিশেষ বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেছেন, কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের শনাক্ত করে দ্রম্নত আইনের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে