রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উচ্চ শিক্ষার ভর্তিযুদ্ধ শুরু আগামী মাসেই

দিনক্ষণ নির্ধারণে শিগগিরই বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক
আমানুর রহমান
  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮
উচ্চ শিক্ষার ভর্তিযুদ্ধ শুরু আগামী মাসেই

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে না হতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করেই পছন্দসই সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিতে হবে। ফল ঘোষণার দু'দিন পর মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। তাদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিশ্ববিদ্যালয়ে সুযোগ চান অধিকাংশ মেধাবী। কারণ এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট নেই। সামরিক বাহিনী পরিচালিত হওয়ায় এখানে শিক্ষার মান ও ল্যাব-গবেষণা সবই আন্তর্জাতিক মানের। এছাড়া দ্রম্নততর সময়ের মধ্যেই শিক্ষা জীবন শেষে করে পেশায় প্রবেশ করা যায়। এ বিশ্ববিদ্যালয়ের সনদের গুরুত্বও রয়েছে বেশ চাকরির বাজারে। ভর্তির জন্য আবেদন করতে হবে এমআইএসটি'র নিজস্ব ওয়েবসাইটে (িি.িসরংঃ.ধপ.নফ)। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৪ মার্চ প্রকাশ করা হবে। এবার এইএসসিতে ফলাফলের মেধার সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন রেকর্ড ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। অন্যদিকে এবার পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল-ডেন্টাল কলেজগুলোতে আসন রয়েছে ৬০ হাজারের মতো। ফলে উত্তীর্ণ হওয়া উচ্চমাধ্যমিকের এসব শিক্ষার্থী তো দূরের কথা ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েও অনেকেই ভর্তি হতে পারবেন না পছন্দের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। তবে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে পড়তে না পারলেও এবার উচ্চশিক্ষায় কোনো আসন সংকট হবে না বলে জানিয়েছে উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমআইএসসি'র পরপরই আগামী ১ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ফেব্রম্নয়ারি থেকে মেডিকেলে ভর্তি আবেদন শুরু হবে। ১০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া ২২ এপ্রিল ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা শিগগির প্রকাশ হবে। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ হলে বিস্তারিত তথ্য জানা যাবে। মেডিকেলে পর মেধাবীদের প্রথম পছন্দ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ২০২১-২২ শিক্ষাবর্ষের বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী জুন অথবা জুলাই মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, আগামী শনিবার (১৯ ফেব্রম্নয়ারি) বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য নতুন একটি কমিটি গঠন করা হবে। পরবর্তীতে এই কমিটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় ঠিক করবেন। ওই কমিটির সুপারিশ পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে। তথ্যমতে, বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক নম্বর দেখা হয়। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো থেকে শিক্ষার্থীদের ডাটাবেজ সংগ্রহ করা হয়। এটি করতে কিছুটা সময় লাগে। গতবার এই তথ্য সংগ্রহ করতে প্রায় দুই মাস সময় লেগেছিল। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্গঠিত চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চলতি বছরের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৫ ইউনিটের প্রস্তুতি শুরু করায় এ বছরও পূর্বের মতো 'ঘ' ইউনিট বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভার সুপারিশের আলোকে বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। আসন্ন শিক্ষাবর্ষে 'ক, খ, গ, ঘ এবং চ' এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউজিসি'র তথ্য মতে, দেশের অর্ধশত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি) সরাসরি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঘিরেই মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহ। এসব প্রতিষ্ঠানে ৬০ হাজারের বেশি আসন রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়ে থাকে। পরিষদের বৈঠক চলতি মাসেই হতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে বড় বিশ্ববিদ্যালয়গুলো স্ব-স্ব ভর্তি কমিটির বৈঠক করে প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। অন্যদিকে, ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং ৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে গতবারের মতো গুচ্ছভিত্তিক পরীক্ষা নেবে। তাছাড়া পলিটেকনিক থেকে পাস করা ডিপেস্নামাধারী ছাত্র-ছাত্রীরা শুধু ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সরাসরি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে