শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাখালী টার্মিনালে ডিএনসিসির অভিযান

যাযাদি রিপোর্ট
  ০৪ জুলাই ২০২২, ০০:০০

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের বাইরের রাস্তায় পার্কিং করা গাড়িকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার মহাখালী বাস টার্মিনালের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কা। অভিযান শুরুর পরই কেউ খালি বাসগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আবার কেউ বাসের গেট লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। টার্মিনালের সামনে রাস্তা দখল করে পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ বেশ কিছু কারণে গাড়ি ও চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

অভিযানের শুরুতে টার্মিনালের সামনের অংশে রাস্তায় গাড়ি রাখায় দ্রম্নতগামী নামের একটি বাসকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শৌখিন নামের একটি দূরপালস্নার বাসের রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলাচলে নিষেধাজ্ঞা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাস টার্মিনালের বিপরীত দিকে সড়কের বিভিন্ন গাড়ির কাগজপত্র, লাইসেন্স চেক করে বিভিন্ন বাস ও চালকদের মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে