logo
শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৬

  স্টাফ রিপোর্টার, যশোর   ২৯ মে ২০২০, ০০:০০  

যশোরের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত

যশোরে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ঈদের আগে প্রশাসনিক নির্দেশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে দোকানপাট খুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, যশোরের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারবেন। তবে ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় অংশ নেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে