logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ১০ আশ্বিন ১৪২৭

  গোপালগঞ্জ প্রতিনিধি   ০৮ আগস্ট ২০২০, ০০:০০  

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে পূর্বশত্রম্নতার জেরে খসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত খসরু ফকির একই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ারবাজার এলাকায় ধান-চালের ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খসরু ফকিরের সঙ্গে চাচাতো ভাই হাসান ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে হাসান ফকিরের লোকজন ভেড়ারবাজার এলাকায় এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে