logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১ কার্তিক ১৪২৭

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

চাঁপাইনবাবগঞ্জের ১৩ পুলিশ সদস্য পস্নাজমা দিলেন

চাঁপাইনবাবগঞ্জের ১৩ পুলিশ সদস্য পস্নাজমা দিলেন
করোনাজয়ী চাঁপাইনবাবগঞ্জের ১৩ পুলিশ সদস্য পস্নাজমা দিতে ঢাকা পুলিশ হাসপাতালের পথে রওনা দেওয়ার প্রস্তুতি -যাযাদি
চাঁপাইনবাবগঞ্জের করোনাজয়ী ১৩ পুলিশ সদস্য ঢাকায় গিয়ে পস্নাজমা দিয়েছেন। সোমবার তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে পস্নাজমা দেন বলে জানিয়েছেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। পুলিশ সুপার জানান, ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনারোগীদের পাশে দাঁড়াতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এ উদ্যোগ।

তিনি জানান, জেলা পুলিশের ২০ সদস্য এরই মধ্যে করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে ঢাকায় পাঠানো হয় পস্নাজমা দিতে। সোমবার ১৩ জন পস্নাজমা দিয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে