শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতেও পাল্টাপাল্টি কর্মসূচি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
  ২৭ অক্টোবর ২০২০, ১৮:১২

দীর্ঘবছর যাবত লক্ষ্মীপুরে বিএনপি রাজনীতিতে অন্দকোন্দল লেগে রয়েছে। এরই ধারাবাহিকতায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় ও সাড়ে ১০ টার দিকে উত্তর তেমুহনী এলাকায় পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।

গোডাউন রোড এলাকায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন প্রাঙ্গণে জেলা যুবদলের একাংশ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুনসুর আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহম্মদ শামছুল আলম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন, বিটু পাটওয়ারী ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

যুবদলের অপর অংশ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় এতে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, জেলা যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন, সোহরাব হোসেন ভুলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুবদল রাজপথে রয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোন আন্দোলনে প্রস্তুত রয়েছে নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে