শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

হেলথ ক্যাম্প

\হস্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতা ভোগী দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভার হলরুমে আয়োজিত ক্যাম্পে এলাকার শতাধিক দরিদ্র নারী উপস্থিত ছিলেন। পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার অমিত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান প্রমুখ।

প্রকাশনা উৎসব

\হঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কবি আখতার হোসেনের 'সরোজ' কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ বুধবার নিজস্ব মিলনায়তনে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে। পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে মুখ্য আলোচক ছিলেন পাকশী রেলওয়ে কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক উদয় লাহিড়ী, বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন বিশ্বাস, কবি মুরাদ মালিথা, বিজ্ঞানী কুয়াশা মাহমুদ, অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, অধ্যক্ষ হামিদুর রহমান, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কবি আতাউর রহমান বাবলু, কবি জাহিদুল ইসলাম সনো, ওসমান গণি প্রমুখ। পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে 'সরোজ' কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন নূরুল ইসলাম বাবুল ও ইসমাইল হোসেন।

প্রীতি সম্মিলন

\হশিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নাইটপ্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স মাঠে এই নাইটপ্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছের সভাপতিত্বে প্রীতি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, মাছিহুল গনি স্বপন, রাশেল আহমেদ, মেরাজুল হক মেরাজ প্রমুখ।

সাধারণ সভা

\হকয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাহিন বিলস্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার পাড়, আব্দুলস্নাহ আল মামুন লাভলু প্রমুখ।

পাটচাষি প্রশিক্ষণ

\হরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. হোসেন আলী খন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার ইমন, জেলা পাটচাষী সমিতির সভাপতি ভিপি শামীম প্রমুখ।

কৃষকদের মতবিনিময়

\হমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে 'ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম' ফেইজ-টুর (এনএটিপি-২) আওতায় খোশালপুর সিআইজি ও নন সিআইজি কৃষকদের সঙ্গে প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলার খোশালপুর গ্রামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক শামছুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএটিপি-২ প্রকল্পের পরিচালক আজহারুর ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক মাসুমা ইউনুছ ও উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়।

কর্মশালা অনুষ্ঠিত

\হস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়নের শিক্ষাবিষয়ক কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশিকা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। কর্মমুখী সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. ইসমাঈল হাসান বিপস্নবের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শহীদুল হক, ইমাম হাফেজ মো. তাওহীদ ভূইয়া, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুর রহমান, ইউপি সদস্য লুৎফুর রহমান, নগেন্দ্র দাস প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

\হদাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক (জিসিএ) মো. ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, ইউএনডিপির জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ একেএম মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় প্রমুখ।

দায়িত্ব গ্রহণ

\হপাবনা প্রতিনিধি

পাবনা পৌরসভার নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রম্নত ব্যক্ত করেন। নাগরিক মঞ্চ সমর্থিত স্বতন্ত্র এই মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র কামরুল হাসান মিন্টু। বৃহস্পতিবার পাবনা পৌরসভা চত্বরে বিদায়ী মেয়র কামরুল হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, নাগরিক মঞ্চের আহ্বায়ক ইদ্রিস আলী বিশ্বাস, সদস্য সচিব কমরেড জাকির হোসেন, পৌর সচিব সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে নবনির্বাচিত মেয়রকে পৌর কর্মচারী সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বই হস্তান্তর

\হআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ' নামক বইয়ের ১০ খন্ডের একটি সেট বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। বইটির অন্যতম লেখক সাংবাদিক খায়রুল ইসলাম বুধবার ১০ খন্ডের এই সেটটি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু রেজা খান, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সালমা বেগম, থানার ওসি জালাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল প্রমুখ।

কমিটির সভা

\হমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

গণশুনানি অনুষ্ঠিত

\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটির পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতায় করোনাকালে পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা (জিআর) কার্যক্রম বিষয়ে গণশুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ইউএনও মুনমুন জাহান লিজার সভাপতিত্বে ও উন্নয়ন সংঘের রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তারের সঞ্চালনায় এ সময় মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, গোলাম রাব্বানী নাদিম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মাদারের চর গ্রাম উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক শাহ সুলতান, জেলা নেটওয়ার্কের সহসভাপতি শাহীনা বেগম, সেবাগ্রহণকারী ছাইদুর মন্ডল প্রমুখ।

গণশিক্ষা কর্মশালা

\হজয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা বিষয়ে অনলাইনে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে সুপারিশমালা উপস্থান করেন উপ-প্রকল্প পরিচালক সুরেন্দ্র নাথ সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাটের সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আ. সালাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউএনও মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, কেন্দ্রীয় শিব মন্দিরের উপদেষ্টা বাবু নন্দলাল পার্শী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম রনি, প্রকল্পের মাস্টার ট্রেইনার কানু বাঁশফোর প্রমুখ।

মতবিনিময় সভা

\হকলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি মিলনায়তনে নাজিরপুর এপির উদ্যোগে শিশু নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক রিপন মিয়া, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনি মলিস্নক ও ইউপি সদস্য পারভীন আক্তার।

ওসির মতবিনিময়

\হমির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অপরাধমুক্ত নিরাপদ উপজেলা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় সাংবাদিকসহ পাশের কয়েকটি জেলা ও উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুলস্নাহ। বুধবার মির্জাগঞ্জ থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ থানার নবাগত ওসি মো. মহিববুলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি মো. সোহরাব হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস ছালাম আজাদী ও বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী প্রমুখ। মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুলস্নাহ নিরাপদ মির্জাগঞ্জ প্রতিষ্ঠায় আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাধারণ সভা

\হশালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.র ৩৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবির হল রুমে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন শালিখা ইউসিসিএ লি.র (বিআরডিবি) সভাপতি ও ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার। প্রধান অতিথি ছিলেন ইউএনও গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি মাগুরা জেলার উপ-পরিচালক শাহানারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা পঙ্কজ কুমার মন্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক। বার্ষিক হিসাব পেশ করেন হিসাবরক্ষক মো. হুমায়ন কবির।

মাসিক সভা

\হভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শহীদ আক্কাস ও শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোলস্না, সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি সরদার, কৃষি কর্মকর্তা ফাতেমা বেগম, থানার ওসি রাশেদুল ইসলাম বারি প্রমুখ।

নির্বাচন সম্পন্ন

\হগাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৪০ প্রার্থী অংশ নেন। এর মধ্যে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে দুজন অংশগ্রহণ করেন। শিক্ষা ও সংস্কৃতি পদে একজন প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এটিএম সাইফুর রহমান চৌধুরী জানান, এবার কোনো প্যানেল না থাকায় সবাই পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছে। মোট ভোটার ২৫৯ জন। ভোট শান্তিপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

হরিনাম সংকীর্তন

\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা শহরের জয়নগর কালিবাড়ী মন্দিরের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা অনুষ্ঠান উপলক্ষে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহোৎসব শুরু হয়েছে। উদ্বোধনীতে ছিলেন জয়নগর কালিবাড়ী মন্দিরের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ব্রহ্মকেশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, উৎসব উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক চন্দন কুন্ড, সহসভাপতি দীপক সরকার, সনজিৎ সরকার, সহসম্পাদক নারায়ণ সাহা নারু, দেবদুলাল সরকার, টিংকু সাহা, সাংগঠনিক সম্পাদক মনোজ তালুকদার, ধর্ম সম্পাদক গৌরাঙ্গ তালুকদার প্রমুখ।

অবহিতকরণ সভা

\হপঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান।

প্রস্তুতি সভা

\হকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শহরের মোলস্না টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন মোলস্না। প্রধান আলোচক ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমেদ। বক্তব্য রাখেন মো. মোস্তফা কামাল, মো. মনির হোসেন মোলস্না, সিদ্দিকুর রহমান রতন, শাকিল হাসান, মাওলানা আবুল কাসেম, মনির হোসেন পনির, মঞ্জুরুল ইসলাম, ফারুক নুরুল ইসলাম, শেখ কামাল হোসেন, ইব্রাহীম প্রধান প্রমুখ।

বিট পুলিশিং

\হশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ থানার আয়োজনে উপজেলার ময়দানহাট্টা, কিচক, আটমূল ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিচক ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর সভাপত্বিতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এস এম রূপন, আটমূলের প্যানেল চেয়ারম্যান খন্দকার ইমরান হোসেন, বিট অফিসার এসআই নাজমুল হোসেন, তরিকুল ইসলাম, বকুল মিয়া, ইউপি সদস্য শাহানাজ পারভীন, জহুরুল ইসলাম, আইনুর রহমান প্রমুখ।

উরস মোবারক

\হবাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুলস্নাপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া ফকিরপাড়া গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী পীরে কামেল বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর ছিদ্দিক (মামা ভান্ডারীর) স্মরণে ৩২তম উরস মোবারক অনুষ্ঠিত হয়। মাজার ও মেলা কমিটির সভাপতি সেলিম হায়দার বাচ্চু মিয়া বলেন, মামা ভান্ডারীর খেদমতে তারা ব্রত আছেন। এছাড়া মামা ভান্ডারীর শরিফের খাদেম শফিকুল ইসলাম ভূইয়া বলেন, সরকারিভাবে সহযোগিতা পেলে এর উন্নয়ন অবশ্যই করা সম্ভব। পলস্নীচিকিৎসক আবুল কাসেম মিলন বলেন, উরসের সময় দেশের ১৮ জেলার আশেকানরা হন।

অবহিতকরণ সভা

\হকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়া্যাটিভসের আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো ও উপজেলা প্রশাসনের সহযেগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ফাতেমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা সুলতানা রিবা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী পরিচালক তৈয়বা খানম, জেলা উপানুষ্ঠানিক বু্যরোর সহকারী পরিচালক মো. আলী আকবর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে