শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ব্যবসায়ীদের

রাজশাহী অফিস
  ০৭ মার্চ ২০২১, ০০:০০

শিক্ষাপ্রতিষ্ঠান ?খুলে দিয়ে ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর ব্যবসায়ীরা। শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে ব্যবসায়ী ঐক্য পরিষদ।

মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ছাড়াও ব্যবসায়ীদের স্বার্থ পরিপন্থি মেলার আয়োজন বন্ধ, প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সহনীয় মাত্রায় ধার্য এবং সাইনবোর্ড ফি প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি ফৌজদার শফিকুল ইসলাম, সহ-সম্পাদক এবিএম মনোয়ার সুলতান, সালাহউদ্দিন মিন্টু, আইন সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন মাসুদুর রহমান স্বজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে