শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাচের টুকরো রেখে ব্যান্ডেজের ঘটনায় তদন্ত কমিটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০

গাজীপুরের শ্রীপুরের আল-হেরা হাসপাতালে খোকন মিয়া (৩৪) নামে এক রোগীর মাথায় কাচের টুকরো রেখে ব্যান্ডেজের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার যায়যায়দিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

তিনি আরও বলেন, একাধিক গণমাধ্যমে মাওনা চৌরাস্তায় ডা. আবুল হোসেন পরিচালিত আল হেরা হাসপাতালে 'রোগীর মাথায় কাচের টুকরো রেখে ব্যান্ডেজ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে। এরই পরিপ্রেক্ষিতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের একজন চিকিৎসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উলেস্নখ্য, গত ১৩ এপ্রিল দৈনিক যায়যায়দিন পত্রিকায় 'শ্রীপুরে রোগীর মাথায় কাচের টুকরো রেখে ব্যান্ডেজ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। এছাড়াও একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর আগে, ওই হাসপাতালের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন খোকন মিয়া (৩৪)।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে