শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরব রেলওয়ে থানায় নিরাপত্তায় এলএমজি চৌকি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারী অস্ত্রে সজ্জিত এলএমজি নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বুধবার সকাল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে রেলওয়ে স্টেশনেও পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে ভৈরব রেলওয়ে থানায় ও স্টেশনে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে রেলওয়ে থানান ছাদে এলএমজি এবং মেশিনগানসহ ভারী অস্ত্র বসিয়ে বালু বা সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ চৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস হায়দার জানান, ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে এলএমজি দিয়ে ছাদে নিরাপত্তা বেস্টনি বসানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবেই এলএমজি চৌকি দিয়ে পুলিশ দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে