শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অব্যাহত

স্বদেশ ডেস্ক
  ০৫ মে ২০২১, ০০:০০

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও হত-দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি,আর ও ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ অব্যাহত রয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-

নেত্রকোনা :নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউএনও উম্মে কুলসুম, এসিল্যান্ড নাসরিন বেগম সেতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবদুল হামিদ, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ, ইউপি সদস্য নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।

ময়মনসিংহ : সোমবার ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে ৬০০ জন কর্মহীন, দুস্থ- অসহায় জনগোষ্ঠী ও পরিবহণ শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া প্রমুখ।

গাইবান্ধা: মঙ্গলবার গাইবান্ধায় ৩শ' কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, আলু ও সেমাই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিতরণ কমিটির সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রণজিত বকসী সূর্য্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও মাহবুব আলম কোর্ট, সদর উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ।

গোপালগঞ্জ :গোপালগঞ্জে রাতের আধারে দুস্থ দুইশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঈদসমাগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আয়শা সিদ্দিকা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার ওসি মনিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় : পঞ্চগড়ে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শান্তির নীড় পঞ্চগড়ের সহযোগিতায় ও পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাব হলরুমে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীপুর (মাগুরা) :মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জিআর ক্যাশ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জনপ্রতি পাঁচশত টাকার সমমূল্যে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ডাল ৫০০ গ্রাম, চিনি কেজি ও ৫০০ গ্রাম লবণ ৫শ' দুস্থ পরিবারকে বিতরণ করা হয়েছে। শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউএনও ইয়াছিন কবীর, থানার ওসি শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল দিদারুল আলম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

ধনবাড়ী (টাঙ্গাইল) :টাঙ্গাইলের ধনবাড়ীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে ৩৬০ জন শ্রমিকের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ইউএনও শেখ শামছুল আরেফীন, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার মোজাম্মেল হক ভুলু মিয়া, খন্দকার হারিছ ও সাংবাদিক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় মঙ্গলবার পৌর সভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কর্মহারা উপকারভোগী পাঁচ শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহারসামগ্রী। এর আগে ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের এক হাজার পরিবারকে দেওয়া হয় মানবিক সহায়তা ও বিশেষ ভিজিএফ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ এর উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ, এসিল্যান্ড তানভীর হোসেন, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৫০ জন অসহায়কে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, এসিল্যান্ড সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মঙ্গলবার ২৫০ পরিবারের মধ্যে অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ও চৌকিবাড়ী ইউনিয়নের ১ হাজার দুস্থ পরিবারকে মঙ্গলবার চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভান্ডারবাড়ী ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু প্রমুখ।

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফের ঈদগা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার ভিজিএফ ৩০৮১ পরিবার এবং জিআর ৪শ' পরিবারের মধ্যে নগদ ৫শ' টাকা বিতরণ করা হয়েছে। পৌর মেয়র মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও পারভেজ চৌধুরী। উপস্থিত ছিলেন পৌর সচিব মহিউদ্দিন ফয়েজী, পৌরসভার সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বাহাদুর, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুলস্নাহ শাওন আরমান প্রমুখ।

দাউদকান্দি (কুমিলস্না) : কুমিলস্নার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের বড় নোয়াগাঁও, মাতাবেরকান্দি, জয়পুর, উজানচর নোয়াগাঁও গ্রামে শতাধিক কর্মহীন, হতদরিদ্র, পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন এ মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইবাদুলস্নাহ, যুবলীগ নেতা আব্দুল বাতেন খন্দকার প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ১৫৬ জন দুস্থ ও অসহায়কে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ইউএনও আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত ছিলেন এসিল্যান্ড সুমন জিহাদী, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে