শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সেবা চালু ও জামালগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

ম কক্সবাজার প্রতিনিধি
  ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার দাবিতে মানববন্ধন করেছেন অসুস্থ কিডনি রোগীরা। মঙ্গলবার কক্সবাজার পৌরসভার চত্বরে কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবার পরিজনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত সভায় রোগীরা বলেন, জেলা সদর হাসপাতালে খুব কম সময়ে আইসিইউ, এইচডিইউসহ এখন ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছে রোগী। তবে কিডনি ডায়ালাইসিস সেবা চালু না থাকায় রোগীদের ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য স্থানে গিয়ে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে তাদের বিপুল টাকা খরচ হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে এ সেবা চালুর দাবি জানান তারা।

সভায় কিডনি রোগীর পক্ষে ঈদগাও ইসলামাবাদ এলাকার হাফেজ ওসমান গনি, রফিকুল ইসলাম ও খুরুশকুল এলাকার আবদুর রহিম বক্তব্য রাখেন।

এদিকে, আমাদের জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দুর্লভপুর রক্তি ও সুরমা নদীতে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্লভপুর ঘাটে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার। উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিএফজির উপদেষ্টা নুরুল হক আফিন্দী। আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কবির, বেহেলী ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক আলী আমজদ, ভীমখালী ইউনিয়ন যুব লীগের সভাপতি বাবুল মিয়া ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজ মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে