শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগান নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাগাতিপাড়ায় মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
নাটোরের বাগাতিপাড়ায় আফগানিস্তানে নারীদের নির্যাতনের প্রতিবাদে ভূমিহীন সংগঠনের মানববন্ধন -যাযাদি

আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নারীদের অবরুদ্ধ করে রাখাসহ নানাবিধ নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলন সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন করেছে ভূমিহীন সংগঠন। শনিবার বেসরকারি সংস্থা 'নিজেরা করি'র সহযোগিতায় উপজেলার বিহারকোল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। জানা যায়, আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নারীদের অবরুদ্ধ করে রাখা, নির্যাতন, প্রকাশ্যে চলাফেরা নিষেধ, নারীশিক্ষা বন্ধ, জোর করে আফগান নারীদের বিয়ের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজকর্মী আরিফুর রহমান কনক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি, শিক্ষক রাশেদুল আলম রূপক, বাগাতিপাড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির কোষাধ্যক্ষ আদুরি রানী সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে