শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ভিডিও ভাইরাল

'ঢাকায় নৌকা বেচাকেনা'র অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

কুমিলস্নায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী মো. সেকান্দর আলী অভিযোগ করে বলেছেন, 'নৌকা কিভাবে কিনল, কিভাবে বেচল তা আমি জানি না। কুমিলস্নার যত প্রতিনিধি আছে, নেতারা আছেন কেউই জানেন না। ঢাকায় যে নৌকা বেচাকেনা হয়, আমিও আগে জানতাম না।'

মঙ্গলবার তিনি আনারস প্রতীক বরাদ্দ পাওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তার অনুসারী কর্মীদের নেতাকর্মীর উদ্দেশে এসব একথা বলেন। এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৩ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। তবে এ নিয়ে দলের জেলা কিংবা উপজেলা পর্যায়ের কেউ মন্তব্য করতে রাজি হনানি।

ভিডিওতে তিনি বলেন, 'আমরা জন্মগত নৌকা, আওয়ামী লীগ। আমার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র হয়েছে। নৌকা পাওয়ার কথা আমার, কিন্তু পাইছে ১৩ ভোটওয়ালায়। আমি ৭৬ ভোটওয়ালায় নৌকা পাইছি না। যে আজকে নৌকা নিয়া আসছে, সে এক বছর আগে আওয়ামী লীগে যোগ দিছে। হের টুটাল ফ্যামিলি জামাত-বিএনপি-শিবির এবং তারা কোনো দিন আওয়ামী লীগ করে নাই।' তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা। নৌকা কিভাবে কিনল, কিভাবে বেচল জানি না। আমাদের কুমিলস্নার যত প্রতিনিধি আছে, যত নেতা কেউ জানেন না। ঢাকায় নৌকা বেচাকেনা হয় তা আমি আগে জানতাম না।'

মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রার্থী মো. সেকান্দর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। তবে তার এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন বক্তব্যটি তার একান্তই ব্যক্তিগত। তৃণমূলের ভোটে তিনি বিজয়ী হয়েও কেন তাকে নৌকা দেয়নি কেন্দ্র, তাই মনের ক্ষোভে এসব কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে