সব চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করাসহ চার দফা দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামে চাকরি প্রার্থীদের একটি সংগঠন। বুধবার বেলা ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এতে অংশ নেন পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় ঘুরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বাধার মধ্যেই দুপুর ১টার দিকে আবারও তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় চাকরি প্রার্থীরা পুলিশকে ফুল দিতে চাইলেও পুলিশ তাদের ফুল গ্রহণ করেনি। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বলেন, আমাদের বাধা দেবেন না, পিস্নজ। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, গাড়ি ভাংচুর করতে আসিনি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব, কর্মসূচি চলমান রাখব।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd