শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীর এক হাতে তিনবার টিকা :তদন্ত কমিটি গঠন

ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

নোয়াখালীর চাটখিল উপজেলায় উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীর একই হাতে পরপর তিনবার করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। মো. ইয়াছিন হোসেন আরাফাত (১৪) নামে ওই শিক্ষার্থী হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নেয়াজ আলী ব্যাপারী বাড়ির ইব্রাহীম খলিলের ছেলে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. হানিফ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নবম শ্রেণির ছাত্র ইয়াছিন হোসেন টিকা নিতে যান। তাকে একই হাতে পরপর তিন ডোজ টিকা দেন টিকাদানকর্মী দিদার হোসেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাক আহমেদ অভিযোগটি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্ত টিকাদান কর্মীকে শোকজ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে