শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহার না করায় মারধরের অভিযোগ

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

বরগুনার আমতলীতে মামলা প্রত্যাহার না করায় বাদীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার আমতলী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাদীর স্বামী আবু হানিফ হাওলাদার।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, 'জমিজমা নিয়ে বিরোধের জেরে বাহাদুর সরদার গং ২১ সালের ১০ অক্টোবর তার শিশু ও স্ত্রী মোসা. মাইছুরা বেগমকে বেধরক মারধর করে। এ ঘটনায় মাইছুরা বেগম বাদী হয়ে আমতলী থানায় একটি এজাহার দায়ের করেন। যার জিআর নম্বর ২৪০/২১ (আম)। বাদী এই মামলা প্রত্যাহার করতে অস্বীকার করলে গত ২৫ জানুয়ারি পুনরায় মাইছুরা বেগমের ওপর হামলা করে আসামিরা। তিনি আসামিদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান।

এ বিষয়ে বাহাদুর সরদার বলেন, 'আবু হানিফ হাওলাদার আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছেন। বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।'

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, 'লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে