শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অযত্নে কুতুবদিয়ার সিটিজেন পার্ক!

ম কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

চরম অযত্ন ও অবহেলায় পড়ে আছে কুতুবদিয়ার ভ্রমণপিপাসু মানুষের একমাত্র বিনোদনকেন্দ্র সিটিজেন পার্ক। পার্কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। বসার জায়গাগুলোয় জমেছে শেওলা। আস্তে আস্তে প্রাণীর মু্যরালগুলো ভাঙতে শুরু করায় এ পার্কটি রক্ষার দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয় ভ্রমণ পিপাসুরা।

জানা যায়, উপজেলায় পর্যটকদের বিনোদনের জন্য ২০১৮ সালের ৩০ মে সরকারি ও বেসরকারি কিছু অনুদানে সাবেক নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীর উদ্যোগে এ মেগা প্রকল্পটি হাতে নেওয়া হয়। গড়ে তোলেন বিভিন্ন প্রাণীর মু্যরাল। পরে ২০২১ সালের ৮ মে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উলস্নাহ রফিক আবার সৌন্দর্য বৃদ্ধিসহ ক্ষতিগ্রস্ত মু্যরাল নির্মাণের একটা বরাদ্দ দেন।

স্থানীয় কাজী হেলাল উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শফিউল আলম বলেন, সিটিজেন পার্কটি প্রথমে আর্কষণ বাড়ালেও এটি সংস্কারবিহীন হওয়ায় জৌলুস হারিয়ে ফেলেছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পার্কের প্রাণী মু্যরালগুলো ভেঙে যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। ইউএনওর সঙ্গে কথা বললে সংস্কার বা মেরামত করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে