শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

ম ফরিদপুর প্রতিনিধি
  ১৮ মে ২০২২, ০০:০০

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি ঘর নির্মাণ করা হচ্ছে। যার প্রতিটির নির্মাণ ব্যয় দুই লাখ ৫৯ হাজার টাকা বলে জানা যায়। কিন্তু এসব ঘর নির্মানে ব্যাপক অনিয়োমের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে এসব ঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগে উঠে এসেছে।

সরেজমিন দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পস্থলে বেশকিছু ঘর নির্মাণ করা হয়েছে। যার মধ্যে কিছু ঘরের ওপর কাঠ এবং টিন লাগাচ্ছে। আবার কিছু অংশে খোঁড়া হচ্ছে ঘর নির্মাণের জন্য। কিন্তু ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, খোয়া ও ঘরের চালের কাঠ (বাটাম)।

এলাকাবাসী জানায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ নিম্নমানের হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদার আইয়ুব আলী জানান, 'আমি ঠিকাদার না। আমি দেখাশুনা করি, আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী।'

আইয়ুব আলী আরও জানান, 'আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কোনো মালামাল আমি ক্রয় করি না। ইউএনও নিজেই ক্রয় করেন। এর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জড়িত। মালামাল ক্রয় করার দায়িত্ব তাদের।'

এ বিষয়ে মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোরহাব হোসেন জানান, 'আমি শুধু নামে আশ্রয়ণের ঘর নির্মাণ প্রকল্পের সদস্য সচিব। সব কাজ ইউএনও নিজেই করেন। কত টাকায় একটি ঘর নির্মাণ হচ্ছে আমি তা জানি না।'

মধুখালী ইউএনও আশিকুর রহমান চৌধুরী জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিম্নমানের মালামাল দিয়ে বানানোর কথা নয়। বিষয়টি আমি খতিয়ে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে