শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয়নগর ও দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী পালিত

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৯ মে ২০২২, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার লাল পতাকার্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের রাঁধা গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে পার্টির সভাপতি রায় মোহন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

উপজেলার যুব মৈত্রীর আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দার মন্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী লিটন, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোটন রায় চৌধুরী, জাতীয় কৃষক সমিতি বিজয়নগর উপজেলার আহ্বায়ক বিলস্নাল মিয়া প্রমুখ।

আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, 'সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেই, মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি' সেস্নাগানে বুধবার দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শহরের বাহাদুর বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান। আলোচনা করেন সম্পাদকমন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম আমু, মোসাদ্দেকুল ইসলাম মুকুল, সাবেক ছাত্র নেতা পুলিন চন্দ্র দেব, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, জেলা কমিটির সদস্য হাফিজুল রহমান।

এ সময় বক্তারা বলেন, ৫০ বছরে পার্টি যেমন এগিয়েছে, তেমনি পিছিয়েছে। ৫০ বছর পূর্তিতে পার্টি দৃঢ়ভাবে ঘোষণা করছে সব প্রবণতার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় নিজেকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলবে। এই মুহূর্তে কাজ হিসেবে ২১ দফা কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশের যে কর্মসূচি ঘোষণা করেছে তাকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে