বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ম স্বদেশ ডেস্ক
  ২০ মে ২০২২, ০০:০০
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব- ১৭ বালক) আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর -

বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ইউএনও এসএম মাজহারুল ইসলাম বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার ক্রীড়া সংস্থার সদস্য-সচিব রাকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান উপস্থিত ছিলেন।

দাউদকান্দি (কুমিলস্না) : কুমিলস্নার দাউদকান্দিতে বুধবার অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্থানীয় ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন কে হারিয়ে বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। দাউদকান্দি ইউএনও মহিনুল হাসানের সভাপতিত্বে এ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, এসিলা্যন্ড ইবনুল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলছড়ি (গাইবান্ধা) : গাইবান্ধার ফুলছড়িতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৃহস্পতিবার ইউএনও মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. কাউসার আলী, কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সাবেক রিলিফ চেয়ারম্যান সামছুল হক।

জীবননগ (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা'র জীবননগরে মঙ্গলবার বিকালে জীবননগর থানা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের খেলায় বাঁকা ইউনিয়ন ও উথলী ইউনিয়ন অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল আব্দুল লতিফ অমল, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সভাপতি শাহ্‌ আলম শরিফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ সাদ প্রমুখ।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঠাকাটা ইউনিয়নকে ট্রাইব্রেকারে হারিয়ে নকলা ইউনিয়ন ১-০ গোলে বিজয়ী হয়েছে। বুধবার উপজেলার পাইস্কা বাইপাস শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির রামগড়ে পৌরসভা একাদশ সদর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। বুধবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তিনি বিজয়ী পৌর একাদশের দলনেতার হাতে গোল্ডকাপ এবং রামগড় ইউনিয়ন একাদশের দলনেতার হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জুয়েল চাকমা, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক উপস্থিথ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে