২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান শুরু করেছে নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নোঙর, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাহিত্য একাডেমির পরিচালক ফারুক আহমেদ ভূঁইয়া।
উলেস্নখ্য, ২০০৪ সালের ২৩ মে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা 'এমভি লাইটিং সান' ও 'এমভি দিগন্ত' মেঘনা নদীতে গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেই ভয়াবহ নৌ-দুর্ঘটনায় প্রায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং সারা দেশব্যাপী নৌ-নিরাপত্তার বিষয়টিকে সরকারি ও বেসরকারিভাবে সবার কাছে তুলে ধরে গণসচেতনতার লক্ষ্যে 'নোঙর বাংলাদেশ' দীর্ঘদিন ধরে ২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd