মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাইবার সুরক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী কর্মশালা

নতুনধারা
  ২৬ মে ২০২২, ০০:০০

আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত নানাভাবে সাইবার এটাক বা প্রযুক্তিগত হেনস্থার শিকার হচ্ছে। তাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার সম্প্রতি এটাক থেকে সুরক্ষায় র্'যানসমওয়্যার : ডেমিস্টিফাইং এটাক ম্যাথোডলজি এট ফিন্যান্সিয়াল সেক্টর' শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করে। ২৫ মে ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাইবার সুরক্ষায় দিক-নির্দেশনা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর এসএম মাহবুব উল হক মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ইনফরমেশন সিকিউরিটি বিভাগের প্রধান মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফ্যায়ার্সের পরিচালক ডক্টর সৈয়দ মিজানুর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডক্টর ইমরান মাহমুদ, প্রাইস ওয়াটার হাউজ প্রতিষ্ঠানের ম্যানেজার এন এম আই নাইমুল বারি এবং সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মো. মারুফ হাসান। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে