শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পুলিশ জাদুঘর উদ্বোধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ২৪ জুন ২০২২, ০০:০০

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বুধবার আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম (বার)-এ জাদুঘরের উদ্বোধন করেন। হাতীবান্ধা থানার ব্রিটিশ আমলের ১৯১৬ সালে নির্মিত প্রাচীন একটি ভবনকে জাদুঘর হিসেবে নির্মিত করা হয়েছে। এখানে ব্রিটিশ আমল থেকে পুলিশের ক্রমবিবর্তন, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা, মুক্তাঞ্চল, শিশু কর্নার, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে সংযোজিত হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বিপিএম, পিপিএম আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদসহ লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর জেলার সব পুলিশ সুপার ও পুলিশ বিভাগের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে