শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ জেলার সড়কে ৫ জনের প্রাণহানি

স্বদেশ ডেস্ক
  ২৪ জুন ২০২২, ০০:০০

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ৫ জনের প্রাণহানি হয়েছে। চুয়াডাঙ্গা, যশোর, গাজীপুর, বাগেরহাট ও ঝিনাইদহে এ ঘটনা ঘটে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সুমন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে স্কুল ছাত্র রাশেদুল, তামিল ও ইমন। বুধবার ওই দুর্ঘটনা ঘটে।

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় জুলফিকার আলী ভুট্ট (৪৫) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী ভুট্ট যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের মৃত বারিক সরদারের ছেলে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় আব্দুল কাদের (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কাদের উপজেলার ভাটাপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। মৃত কাদের কাঁচামালের ব্যবসা করতেন। ভোর সকালে বাইসাইকেল যোগে নিজের কাঁচা মালের আড়তে যাওয়ার সময় বাকুলিয়া নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহমুখী সিলিন্ডার বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুরের কাপাসিয়ায় রায়েদ ইউনিয়নের বড়হর এলাকায় বুধবার বিকালে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত অপর মোটর সাইকেল চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত চালক হলেন মো. সিরাজউদ্দিন (৪০) ও আহত চালক হলেন ওয়ালিদ হোসেনকে (২৫)।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাট-রূপসা মহাসড়কের ফকিরহাটে কাটাখালী এলাকায় ট্রাকের চাপায় সেলিনা খাতুন নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্ম্মদ আলী জানান, বুধবার রাত ৯টার দিকে কাটাখালী বেদে পলস্নীর সেলিম শেখের শিশুকন্যা সেলিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে