শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'কৃষিজমি অনাবাদি রাখা যাবে না'

ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ০০:০০

রাউজান কৃষিবিভাগ থেকে কৃষি পুনর্বাসনের আওতায় উপজেলার ৪৫০ কৃষককে ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, এ উপজেলায় কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না। দেখতে চাই মাঠে মাঠে সোনালি ধান। চাষাবাদে প্রয়োজনে যত রকম সহযোগিতার প্রয়োজন আমি করব। মঙ্গলবার রাউজান উপজেলা পরিষদ চত্বরে তিনি কৃষকদের প্রতি এই আহ্বান জানান।

ইউএনও আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান থানার ওসি আবদুলস্নাহ আল হারুন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জিব কুমার সুশীল প্রমুখ।

কৃষি কর্মকর্তা জানান, উপজেলার ৪৫০ কৃষককে ২ হাজার ২৫০ কেজি উফশী বীজ, ৪ হাজার ৫০০ কেজি সার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে