শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে স্থানীয়দের হামলায় শিক্ষার্থী আহত

ম বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২২, ০০:০০

স্থানীয় কতিপয় যুবকের হামলায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) তিন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বালুর মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মিঠু, জনি ও নিশান আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে নিশানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিক গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

হামলার বর্ণনা দিয়ে আহত এক শিক্ষার্থী বলেন, 'সোমবার রাতে হঠাৎ তিনজন আরোহীসহ একটি মোটর সাইকেল আমাদের ধাক্কা দেয়। এরপর তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। বাগ্‌বিতন্ডার একপর্যায়ে দেখে নেওয়ার হুমকি দেয়। পরেরদিন রাতে আমাদের ওপর হামলা করে।'

এদিকে, হামলাকারীদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বুধবার সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে