কুড়িগ্রামে চাকরি জাতীয়করণ, ফেনীতে শ্রমিক নেতা মোখলেছুর রহমানের মুক্তি, পটুয়াখালীর দশমিনায় ব্রিজের জায়গা পরিবর্তন, দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে বহিষ্কার ও ময়মনসিংহের গফরগাঁও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, চাকরি জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এন এ নাছির, জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান মধু প্রমুখ।
ফেনী প্রতিনিধি জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফেনীর মহিপাল ফ্লাইওভার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক আবু শাহীন, শ্রমিক নেতা আজম চৌধুরী, ফেনী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আবুল কাশেম মিলনসহ বিভিন্ন পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দশমিনায় নতুন ব্রিজ নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া নতুন বাজার ও ঈদগাহ সংলগ্নে ব্রিজ নির্মাণের জন্য প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ. লীগের সভাপতি শাহআলম হাওলাদার, শাহজাহান মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক কাজী শাকিল ও শিক্ষক মো. এনায়েত করিম প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে অনৈতিক আচরণ ও শ্লিলতাহানির অভিযোগে মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার উপজেলার খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার প্রধান ফটকে এ মানববন্ধন করে তারা। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইমামুল হক নৈতিক চরিত্রহীন ব্যক্তি, সে মাদ্রাসার শিক্ষার্থী ও মহিলা শিক্ষকদের সঙ্গে অশ্লীল আচরণ করে। এ কারণে তারা ইমামুল হককে বহিষ্কারের জন্য মানববন্ধন করছেন।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীকে কলেজে আসার পথে ছুরিকাঘাত করার প্রতিবাদ ও আসামি গ্রেপ্তার এবং বিচার দাবিতে মানববন্ধন করেছেন গফরগাঁও মহিলা কলেজ ও খায়রুলস্নাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং এলাকাবাসী। সোমবার গফরগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মূল আসামি জাহিদকে গ্রেপ্তারের্ যাব, পিবিআই, গোয়েন্দা শাখা ও পুলিশ যৌথভাবে কাজ করছে।