বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আজ ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান সই করা সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। আর হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্য জানুয়ারি।