শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে : এলডিপি

যাযাদি ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমদ বলেছেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ স্বাধীনতার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, দেশনেত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃতু্যর দিকে ঠেলে দিচ্ছে।'

সোমবার এলডিপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলডিপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিলস্নাল হোসেন মিয়াজি, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, আইনজীবী ফোরামের সভাপতি নূরুল আলম, সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, কৃষক দলের সভাপতি এ বি এম সেলিমসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে