সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিএনপিই পলাতকের দল আওয়ামী লীগ দেশ থেকে পালাবে না : কৃষিমন্ত্রী

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
আব্দুর রাজ্জাক

নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় মন্তব্য করে কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বার বার ষড়যন্ত্র করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। আবারও দেশের মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চায়।

বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওড়ের আস্তমা গ্রামের পাশে বোরো ধান কর্তন উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, 'তারা বলে, আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে যাবে। আওয়ামী লীগ পলাতকের দল নয়, যত আন্দোলন সংগ্রাম আছে আওয়ামী লীগ রাজপথে থেকেই মানুষের অধিকার আদায় করেছে। বরং বিএনপিই দেশে একমাত্র পলাতকের দল।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, 'আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন, কোনো কাজে আসবে না। ২০১৫ সালে বিএনপি-জামায়াত টানা ৯০ দিন দেশে নৈরাজ্য চালিয়েছিল, বহু মানুষকে তারা সন্ত্রাসী হামলা করে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। বিএনপির নেত্রী এখন নিজ বাড়িতে কারাবাস করছেন। তার পুত্র দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পালাব না।'

কৃষিমন্ত্রী আরও বলেন, 'বিগত ১৪ বছরের আওয়ামী লীগের ক্ষমতায় দেশের একটি মানুষও না খেয়ে মরেনি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একজন মানুষ খাদ্যের অভাবে মারা গেছে। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। কীভাবে করেছি? প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক-কৃষানিদের ভর্তুকি দিয়ে সার-বীজ দিয়ে। কৃষিকে আধুনিকায়ন করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। ৭০% ভর্তুকি মূল্যে ধান কাটার মেশিন দিয়েছি। এখন ধান কাটতে শ্রমিক লাগে না। অল্প সময়ে অনেক ধান কাটা যায়, সেই সঙ্গে মাড়াই করার ঝামেলাও নেই।'

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, 'দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। ব্যাপক উন্নয়ন হয়েছে, আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী হাওড়াঞ্চলের কৃষকদের কথা প্রতিনিয়তই চিন্তা করেন। আজ কৃষিতে বিপস্নব ঘটেছে। আমরা প্রতিনিয়তই প্রতি মৌসুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ দিয়ে কৃষিতে বিপস্নব ঘটিয়েছি। সবাইকে ধৈর্য ধরতে হবে। আমাদের আরও অনেক উন্নয়ন বাকি আছে। কিছু দল আছে আমাদের দেশে, যারা এই দেশে উন্নয়ন চায় না। তারা নিজেদের উন্নয়ন চায়। সাবধান থাকতে হবে সবাইকে।'

সভায় আরও বক্তব্য রাখেন বিএডিসির মহাপরিচালক আব্দুলস্নাহ সাজ্জাদ, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, স্থানীয় কৃষক আব্দুল গনিসহ প্রমুখ।

এর আগে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওড়ের আস্তমা গ্রামের পাশে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে