সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জুরাছড়িতে মাদক মামলায় ব্যতিক্রমী শাস্তি

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

রাঙামাটির জুরাছড়িতে মাদক মামলায় তিন ব্যক্তিকে মাছের পোনা অবমুক্তকরণ, গাছ লাগানোসহ সদাচরণের জন্য সহায়ক ব্যতিক্রমী শাস্তির রায় দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার সমাজ সেবা কার্যালয়ে প্রবেশন কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার উপস্থিতিতে তিন ব্যক্তি কার্প জাতীয় মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করেন। পরে বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করেন তারা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিহির বরণ চাকমা জানান, ২০২১ সালে ৯ ফেব্রম্নয়ারি আসামিদের মদ সেবনরত অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত অপরাধের শাস্তি কারাবাসের পরিবর্তে পাঁচটি শর্তে প্রবেশন মঞ্জুর করেন।

শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রবেশনকালীন সময় দোষী সাব্যস্ত আসামিরা কোনো অপরাধের সঙ্গে জড়িত হবেন না বা একই ধরনের অপরাধ আর করবেন না। পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে কার্প জাতীয় মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করবে। ৩১ আগস্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ চারা রোপণ করবে। কোনো শর্ত ভঙ্গ করলে বা তাদের আচরণ সন্তোষজনক না হলে প্রবেশন আদেশ বাতিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে