সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

'মাদককে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না'

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্র বলেন, 'মাদকের ভয়াবহতা বর্ণনা করে শেষ করা যাবে না। মাদক পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। বাবা মা এমনকি পরিবারের কেউই এর ভয়াবহতা থেকে রেহাই পায় না। মাদককে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। আমরা এ বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব।

সোমবার হবিগঞ্জের চুনারুঘাটে মাদক, চোরাচালান জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে জেলা প্রশাসক এসব কথা বলেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সম্পাদক আনোয়ার আলী, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ডা. মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পস্নাবন পাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে