সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ডিএনসিসির অভিযান

এডিসের লার্ভা পাওয়ায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

যাযাদি ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মশক নিধন অভিযানে ৬টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬টি মামলায় মোট ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন তেজকুনিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন সাংবাদিকদের বলেন, 'অভিযানে ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতাধীন ২৬ নম্বর ওয়ার্ডের তেজকুনিপাড়া এলাকায় মশক নিধন অভিযানে ৬টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬টি মামলায় মোট ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।'

অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

এদিকে অঞ্চল-৩ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। এ সময় বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা পস্নটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে