সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আগৈলঝাড়ায় ১৬৫টি মন্ডপে প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

বরিশাল বিভাগের আগৈলঝাড়া উপজেলায় জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত বাঙালির সর্ববৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে সবচেয়ে বেশি মন্ডপে পূজার আয়োজন চলছে।

অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি আগৈলঝাড়ায় দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্ডপে মন্ডপে চলছে দেবী দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। গত বছরের চেয়ে এ বছর দুটি পূজা মন্ডপের সংখ্যা বেড়ে এ বছরও ১৬৫টি মন্ডপে পূজার আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়।

উপজেলার পাঁচটি ইউনিয়নে চলছে প্রতিমা নির্মাণের কাজ। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্ণী, সরস্বতী প্রতিমা নির্মাণে মহাব্যস্ত সময় পার করছেন পালপাড়ার মৃৎশিল্পীরা।

আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস জানান, 'এ বছর উপজেলায় মোট একশ ৬৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এর মধ্যে রাজিহার ইউনিয়নে ৫০টি, বাকাল ইউনিয়নে ৪১টি, বাগধা ইউনিয়নে ২৫টি, গৈলা ইউনিয়নে ২৭টি ও রত্নপুর ইউনিয়নে ২৩টি পূজা মন্ডপসহ সর্বমোট ১৬৫টি মন্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়ে এখন চলছে দো-মাটির কাজ।'

প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা জানিয়েছেন, এ বছরও তারা অন্য বছরের মতো প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণ করছেন তারা। তবে এ বছর প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ায় প্রতিমা নির্মাণের খরচ একটু বেশি পড়বে।'

পঞ্জিকা মতে, ৮ অক্টোবর রোববার দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। এদিন থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার দশমী বিহিত পূজা সমাপনান্তে দেবী বিসর্জন ও দশহরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, 'পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ষষ্ঠীপূজা শুরু থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্ডপগুলোতে গুরুত্ব বিবেচনা করে তিন ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।'

উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন বলেন, 'পূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে