সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলাভঙ্গের দায়ে পবিপ্রবি ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে সাময়িকভাবে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্তে সংগঠনের শৃঙ্খলাভঙ্গ ও সুনামক্ষুণ্নের কার্যকলাপে জড়িত থাকার দায়ে তাকে স্বীয় পদে থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান এবং একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয় হয়।

উলেস্নখ্য, সম্প্রতি ছাত্রলীগ সভাপতি সাগরের বিরুদ্ধে চাঁদার দাবিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে মারধর ও কনস্ট্রাকশন সাইড থেকে রড নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এসব অভিযোগ আমলে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে