সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জাতীয় কন্যা শিশু দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিতর্ যালি -যাযাদি

সারা দেশে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল 'বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার'। প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস। শনিবার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর :

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জুলেখা খাতুন, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিপি সাহা, মনিরুজ্জামান মনির প্রমুখ। আলোচনা সভায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সাংবাদিকসহ বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা ছিলেন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাইয়ের্ যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।র্ যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জান্নাত আরা তিথি। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়নুল নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা মনীশ চন্দ্র চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আতাউর রহমার প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় র্?যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন ভূঞার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া।

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর রণজিৎ কুমার মিস্ত্রি, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী সংগঠনের নেতারা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছিলেন।

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রধান শিক্ষিকা মাহামুদা খানম, প্রেস ক্লাব সভাপতি এনামুল হোসেন খান প্রমুখ। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা ছিদ্দিকা।

শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর শালিখার উপ-পরিচালক আব্দুল আউয়াল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাস্টার প্রমুখ।

পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা, চেক বিতরণ ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পলাশ- উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শর্মিলা সাঈদ মৌরী প্রমুখ।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, উপজেলা একাডেমির সুপার ভাইজার ইতি বেগম, আওয়ামী লীগের নেতা ইকবাল প্রমুখ। পরে আলোচনা সভা শেষে চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালি শেষে হলরুম শোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুলস্নাহ ছালেহ। কবিতা আবৃতি করেন এপিসি প্রকল্পের সিএফ রবিনা নাসরিন হাসি, শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাবাসুম তিশা। আলোচনা শেষে মহিলা উন্নয়ন সমিতির মধ্যে সাধারণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রীর হাতে ২৫ হাজার টাকা, নারী ও শিশু বাস্তবায়ন সংস্থার সভানেত্রীর হাতে ২৫ হাজার টাকা, ইসলামী মহিলা মিশন সভানেত্রীর হাতে ২৫ হাজার টাকা, ও দহেরপাড় মায়ের দোয়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রীর হাতে ৫০ হাজার টাকার বিশেষ চেক দেওয়া হয়।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ সূধীজন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে