সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার আমলে সারের পিছনে ছুটতে হয় না কৃষকের -ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, 'বিএনপি- জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি খেতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সার বীজের কোনো সংকট হয়নি। সারের পেছনে এখন ঘুরতে হয় না। সার এখন কৃষকের পিছনে ঘুরছে।'

শুক্রবার জামালপুরের ইসলামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন- 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপস্নবের সূচনা করেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছি। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শিবলী, যুবলীগ সম্পাদক মোহন মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে