সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তিতাসে পাল্টা প্রতিশোধ নিতে এক ডাকাতকে হত্যা করে আরেক ডাকাত

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

নিজের আঘাতের পাল্টা প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এক ডাকাতকে কুপিয়ে মারল আরেক ডাকাত। গত সোমবার সন্ধ্যায় কুমিলস্নার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া একই উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর নয়ানী মুন্সিবাড়ীর আবুল হাসেম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বাদী হয়ে তিনজনের নাম উলেস্নখপূর্বক ৪-৫ জন অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

জানা যায়, উপজেলার রঘুনাথপুরের আবুল হাসেম মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৮) ও হত্যাকান্ডের প্রধান আসামি একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুল (৩৬) এলাকায় চিহ্নিত ডাকাত। গত বছরের মাঝামাঝি সময় নিহত মোস্তফা ও তার আরেক সহযোগী নয়ন ওরফে রেনু মিয়া মিলে আমিরাবাদ-কচুয়া-চাঁদপুর সড়কের সাচার এলাকায় আসামি সাইদুলকে কুপিয়ে, হাত ও পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সেই থেকে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। ওই ঘটনার প্রতিশোধ নিতেই সাইদুল পরিকল্পিতভাবে একই কায়দায় মোস্তফাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বাদী হয়ে তিতাসের রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুল, একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মাইন উদ্দিন এবং পাশের দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের মনু মিয়ার ছেলে নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মঙ্গলবার সকালে তিতাস থানায় হত্যা মামলা করেন।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে