সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মাদক না দুধ কিনবেন সেটা জনগণের ওপর ছেড়ে দিলাম

মোকতাদির চৌধুরী এমপি
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণায় গুরুত্ব পাচ্ছে মাদকের বিষয়টি। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকবিরোধী পোস্ট ও স্ট্যাটাস দিচ্ছেন।

মঙ্গলবার সকাল ১০টায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল বাজারে এক পথ সভায়ও মাদকের বিষয়টি তুললেন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

সিঙ্গারবিল বাজারের পথসভায় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের টানা তিনবারের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, 'বাজারে দুধ ও পাওয়া যায় মদও পাওয়া যায়। আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা কোনটা কিনবেন। তবে আমার পরামর্শ থাকবে আপনারা দুধ কিনবেন।'

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান মিসেস নাছিমা লুৎফুর রহমান (নাসিমা মুকাই আলী), উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাসহ দলীয় নেতাকর্মী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে