সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ডাকাতসহ তিন জেলায় ১০ জন গ্রেপ্তার

উখিয়ার ১৩ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
স্বদেশ ডেস্ক
  ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কক্সবাজারের উখিয়ার ১৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতসহ তিন জেলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে এপিবিএন। ৮-এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এর ই/১ বস্নকে অভিযান চালিয়ে মোহাম্মদ রফিককে (২৭) ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ দেশীয় অস্ত্র, নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলো- নোয়াখালীর সোনাইমুড়ির শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশনের চর কুকরিমুকরি গ্রামের জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদীর উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল (২৩), হৃদয় হাওলাদার (২৪), চর মালিয়া গ্রামের জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখীপুরের বেপারিকান্দি গ্রামের নূর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জের রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯),ও পটুয়াখালীর বাউফলের বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, 'আটক ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র ও মামলা রয়েছে। হৃদয় হাওলাদার নামে এক ডাকাতের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।'

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সমর্থনে মশাল মিছিলের প্রস্তুতিকালে উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মশাল, হাঁসুয়া উদ্ধার ও মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 'গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন হরতাল সমর্থনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ জনগণের জানমালের ক্ষতি বা নাশকতার পরিকল্পনা করছে কয়েকজন। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।'

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে ২ কোটি ৪ লাখ টাকা ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কফিল উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার সান্তাহারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী কফিল উদ্দিন সান্তাহার নতুন বাজার এলাকার মৃত তহির উদ্দিনের ছেলে ও কপিল ট্রেডার্সের স্বত্বাধিকারী।

ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, 'নওগাঁ যুগ্ম দায়রা জজ আদালতের ২০২০ সালের একটি ঋণ খেলাপি মামলায় তার এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে